বিশ্বের ধনী দেশের তালিকায় ভারত অবস্থান জানলে চমকে উঠবেন

সাড়া বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় ৬ নম্বরে উঠে এসেছে ভারত। ভারতের মোট সম্পদের মূল্য ৮,২৩০ বিলিয়ন মার্কিন ডলার। গত ১০ বছরে ভারতের তথ্যপ্রযুক্তি, মিডিয়া, শিক্ষাক্ষেত্রে ২০০ শতাংশ লাভ বেড়েছে।

সম্প্রতি এএফআর এশিয়া ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউয়ের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

তালিকায় বিশ্বের শীর্ষ ধনী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের সম্পদের মূল্য ৬২,৫৮৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যাদের সম্পদের মূল্য ২৪,৮০৩ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটির সম্পদের মূল্য ১৯,৫২২ বিলিয়ন ডলার।