ম্যাচ হেরে চোখে কান্না আর কষ্ট নিয়ে যা বললেন মুশফিক

ম্যাচ হেরে চোখে কান্না- আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে হারলো বাংলাদেশ। শেষ মুহূর্তে জয়ের সম্ভাবনা তৈরি করেও হোয়াইট ওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে।

শেষ বলে বাংলাদেশের ৪ রানের দরকার ছিলো। আরিফুল হক ভালো একটি শট নিলেও দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশের জেতার স্বপ্ন ভেঙে যায়।

ম্যাচ হারলেও ম্যাচ সেরা হন মুশফিক, মুশফিক আবেগ ঘন কণ্ঠে ম্যাচ শেষে বলেন, আমরা জানতাম কিভাবে উইকেট আচরণ করবে, শেষ ওভারে কিছু রান শর্ট ছিলাম আমরা।

১৯ তম ওভারে আমরা ২০ রানের মত আশা করতে পারি না, তারপরেও আমরা খুব কাছে গিয়ে হেরেছি। আফগানিস্তানে অভিনন্দন, তার ভাল খেলেছে। এটা খুবই দুঃখজনক আমরা খুব চেষ্টা করেও ম্যাচটা হেরেছি, যদিও আমরা আগেই সিরিজ হেরেছিলাম। আজ আমরা সম্মানের জন্য খেলেছিলাম।

আমি মনে করি ১৪৫ রান টার্গেট জেতা সহজ ছিল না, আফগানিস্তানের মত দুর্দান্ত এটাকের বিপক্ষে এটা খুবই কঠিন। তারা পিচ টাকে ভাল কাজে লাগিয়েছে, এবং পুরো সিরিজ জুরেই তারা দুর্দান্ত ছিল।

হারার কারণ হিসেবে মুশফিক বলেন আমি এবং মাহমুদুল্লাহ চেষ্টা করেছি, আমি মনে করি আমাদের আরও কিছু বাউন্ডারি দরকার ছিল।

নিজেদের দুর্ভগ্যের কথা বলতে গিয়ে বলেন, শেষ বলে আমাদের জেতার কথা এভাবে চার বাঁচানো সবসময় সম্ভাব হয় না, ভাগ্য খারাপ ছিল। এমন ঘটনা ক্রিকেটেই ঘটে। আমরা সামনে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।