ঈদকে উপলক্ষ করে বিটিভির জনপ্রিয় ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ নির্মিত হচ্ছে। অন্যান্যবারের মতো এবারেরও অনুষ্ঠানটিতে থাকছে চমকের ছড়াছড়ি। এবারের আনন্দমেলায় অন্যতম চমক হিসেবে থাকছে শিবলী-নীপার নৃত্যাঞ্চলের ৫০ জন নৃত্যশিল্পীর পরিবেশনায় একটি ইরানি ধাঁচের নাচ। নৃত্যাঞ্চলের এই ৫০ জন শিল্পীর সঙ্গে গুণী নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও নীপাও অংশ নেবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানটির সঙ্গে নাচটি পরিবেশন করবেন তারা।
এই নাচ প্রসঙ্গে শিবলী বলেন, ‘নাচটি একটি ভিন্ন আঙ্গিকে করতে চেয়েছি। তাই ছেলেমেয়েদের কস্টিউম থেকে শুরু করে সব কিছু অনেক যত্ন নিয়ে করেছি। যেহেতু ধর্মীয় উৎসবের জন্য এই নাচটি, তাই এই উৎসবকে ভেবে-চিন্তে ভিন্ন ধাঁচের করতে চেষ্টা করেছি। গানটি এরাবিয়ান বা ইরানি টিউনের যাই বলি না কেন, সেটা মাথায় নিয়েই ৫০ জন তরুণ নৃত্যশিল্পীর সঙ্গে আমি আর নীপা নেচেছি। আশা করি, নাচটি সবাই খুব উপভোগ করবে। জানা যায়, অনুষ্ঠানটি বিটিভিতে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটের পর প্রচার হবে।