সিটিতে নয়, সংসদ নির্বাচনে থাকবে সেনাবাহিনী: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী। বললেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার তিনি এ কথা জানান ।

কে এম নুরুল হুদা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

এর আগে শুরু থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে আসছিল বিএনপি। গাজীপুর ও খুলনা দুটি সিটি করপোরেশন নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি করে দলটি।

দলটি বলছে, আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সরকারের দলীয় অনুগত বাহিনীর মতো কাজ করছে। তাই তাদের পক্ষে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভয়মুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সেনাবাহিনী প্রয়োজন।

তবে এতদিন বিএনপির এ দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছিলেন প্রধান নির্বাচন কমিশনার।