স্ত্রীর সঙ্গে সিদ্দিকের ‘মেড ইন ফরেন’

প্রথমবারের মতো পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের স্ত্রী মারিয়া মিমের। স্বামীর হাত ধরেই পর্দায় অভিষেক হচ্ছে তার। সিদ্দিক শুধু অভিনেতাই নন, নাট্য নির্মাতাও। ঈদের বিভিন্ন নাটকে অভিনয়ের পাশপাশি নির্মাণও করছেন। এর মধ্যে একটি ‘মেড ইন ফরেন’।

নাটকটি রচনা ও পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন সিদ্দিক। আর এ নাটকের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হচ্ছে তার স্ত্রীর। সিদ্দিক-মীম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, আহসানুল হক মিনুসহ অনেকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে মারিয়া মীম বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম নাটক। কাজটি ভালো করার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

সিদ্দিক বলেন, ‘অজপাড়া গা কুড়াইলা। এখানকার বেশিরভাগ মানুষই সহজ সরল, বোকা কিসিমের। বেকার সমস্যাও তীব্র। এলাকার মুরুব্বি সোহেল খান বেকার সমস্যা নিয়ে চিন্তিত। এ থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন তিনি। সোহেল খানের দুই মেয়ে জুঁই আর জুথি দুজনই সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত। জুঁই পছন্দ করে এলাকার বেকার ছেলে ও ফেসবুকার ভাইরাল সেলিমকে। সোহেল খান মেয়েদের জন্য পাত্র দেখতে থাকেন কিন্তু ভাইরাল সেলিম ছলেবলে সব প্রতিহত করেন। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। ঈদুল ফিতরের দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।