আড়াল ভেঙে মুখোশের সঙ্গে গাইলেন ন্যানসি

২০১৬ সালের পর নতুন কোনো অ্যালবাম নিয়ে আসেননি কণ্ঠশিল্পী ন্যানসি। গত দু বছর গানের জগত থেকে নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আড়াল ভাঙলেন এ জনপ্রিয় শিল্পী। গানের দল ‘মুখোশ’র সঙ্গে ‘খুব মনে পড়ে’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন দেহলভী এবং যাত্রাশেখ। সুর ও সঙ্গীত আয়োজনে ‘মুখোশ’।

টানা দুই বছর নিজেকে আড়ালে রাখার পর কেন ব্যান্ডের সঙ্গে গাইলেন ন্যানসি? উত্তরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী জানান, ‘নব্বই দশক থেকেই ‘‘মুখোশ’’র গান শুনে শুনে বড় হয়েছি। তাদের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে তাই আর না করতে পারিনি।’

প্রায় ১৭ বছর পর গানের জগতে ফেরার পর গত ডিসেম্বরে নিজেদের দ্বিতীয় অ্যালবাম ‘ডিজিটাল ভালোবাসা’ বের করেছে গানের দল ‘মুখোশ’। এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে আসে তাদের তৃতীয় অ্যালবাম ‘চেনামুখ’। সাম্প্রতিক সময়ে উৎসবগুলোতেও নিজেদের নতুন গান ধারাবাহিকভাবে প্রকাশ করছেন তারা।

নাজমুন মুনিরা ন্যানসি ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবিতে গান গাওয়ার মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন। ২০১১ সালে ‘প্রজাপতি’ সিনেমায় গান গেয়ে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১০ থেকে টানা সাত বছর তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার পান।