এবার চলচ্চিত্র অনুদান পাচ্ছেন যারা

ঘোষিত হয়েছে ২০১৭-১৮ অর্থ বছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকা। বুধবার (৬ জুন) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ঘোষণায় জানানো হয়, চলচ্চিত্র বিভাগে চলতি বছরে ৫ জনকে এবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুদানের জন্য চলচ্চিত্র আহ্বানের পর অসংখ্য চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে যাচাই বাছাই শেষে পাঁচটি চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম ২০১৩ সালের ১৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘মৃত্তিকা মায়া’র পরিচালক গাজী রাকায়েতের নাম। তিনি ‘গোর’ নামের চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন।

অনুদান প্রাপ্ত অন্যান্যরা হচ্ছেন মানিক মানবিক (আজব ছেলে), আবিদ হোসেন খান (অবলম্বন), সাইদুল আনাম টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমানের (অলাতচক্র)।

এরমধ্যে অনুদান হিসেবে প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ পাবে ৪০ লাখ আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক জানান, ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ চলতি অর্থবছরের জন্য এই নির্মাতাদের অনুদান দেওয়ার জন্য নির্বাচন করেছে। আজ বৃহস্পতিবার নির্মাতাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর প্রজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের জন্য খবরটি জানিয়ে দেওয়া হবে।’

জানা গেল ‘অবলম্বন’ প্রামাণ্যচিত্রটির প্রযোজনা করবেন রুবাইয়াত হোসেন। ‘অলাতচক্র’ ছবিটির প্রযোজক রহিমা বেগম। বাকি চলচ্চিত্রগুলোর প্রযোজনা করবেন পরিচালকগণ নিজেরাই।

প্রসঙ্গত, চারটি ছবিকে আড়াই লাখ টাকা অনুদান দিয়ে ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রথা চালু হয়। এরপর থেকে প্রতি বছরই সরকারি অনুদানে সিনেমা নির্মিত হয়েছে। চলচ্চিত্রের উন্নয়নে বেশ ভালোই ভূমিকা রয়েছে সরকারি অনুদানের। তবে সমালোচনাও রয়েছে অনেক।