আবারো জুটি বাঁধছেন জায়েদ খান-মৌ খান

আবারো জুটি বাঁধছেন সময়ের আলোচিত চিএনায়ক জায়েদ খান ও মৌ খান।তাদের নতুন সিনেমার নাম ‘প্রতিহিংসার আগুন’।সিনেমাটি পরিচালনা করছেন এম এ আসলাম।

ছবিটির গল্পের প্রসঙ্গে মৌ খান বলেন, অনেকটা অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি। নাচ-গান-বিনোদন সবই আছে।আমি আগে যে দু’টি ছবিতে অভিনয় করেছি তার থেকে এই ছবিতে অন্যভাবে দেখ পাবে দর্শক এই ছবিতে আমাকে।

পরিচারক জানান,ঈদের পরে ছবিটির শুটিং শুরু কবরো আমারা।ছবিতে এই বছরে শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেবার ইচ্ছা আছে সেই লক্ষে আমারা কাজ করবো।

এ ছবিতে জায়েদ খান ও মৌ খান ছাড়া আরো অভিনয় করবেন, সাদেক বাচ্চু, রেবেকা, ড্যানি সিডার প্রমুখ।