নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালিপুর নিজপাড়ার বাসিন্দা প্রভাষক সুশান্ত কুণ্ডুর বাসায় আনারস গাছে একটি আনারস ধরেছে। ইতিমধ্যে আনারসটিতে পাকও ধরেছে।
প্রভাষক সুশান্ত কুণ্ডু জানান, চট্টগ্রামে বেড়াতে গিয়ে সেখান থেকে পরিবারের সদস্যদের জন্য পাহাড়ি জাতের আনারস কিনে এনেছিলেন। সেগুলো খাওয়ার পর একটি আনারসের আগা বাসায় প্লাস্টিকের ভাঙা বালতিতে মাটি দিয়ে তাতে লাগান। এরপর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মিলে সেটির সার্বিক পরিচর্যা ও দেখভাল করতে থাকেন।
এক বছর আগে লাগানো ওই আগা একটি পরিপূর্ণ আনারস গাছে পরিণত হয়। তাতে একটি আনারসও ধরে। এখন আনারসটিত বড় হয়ে তাতে পাকও ধরেছে। ছবিটি আজ বৃহস্পতিবার প্রভাষক সুশান্ত কুণ্ডুর বাসা থেকে তোলা।