মৃত্যুর স্বাদ জানিনা তো কেমন
তবুও যে আমি মরেছি,
আকাশ ভেঙ্গে পরেনি কোথাও
আমি যে প্রেমে পড়েছি ।।
জোছনা ডুবা ঝলমলে চাঁদ
হয়তো ভালো না হয় বে-স্বাদ ,
তোমার মুখের উজ্জ্বলতায়
চাঁদকে খুঁজে পেয়াছি,
তবে কি আমি প্রেমে পড়েছি??
পাখির মত মন উড়ে যায়
কিসের টানে কেন জানি হায়,
বুকের খাঁচায় ফিরছে না মন
আদার দিল কোন ললনায়?
মন ছাড়া যে আমি মরেছি
আমি বুঝি হায় প্রেমেই পড়েছি।।
গৃহ থেকেও আজ অন্য গৃহে
পলক বিহিন নিথিন বদনে,
করিয়া যতন তৃষিত নয়ন
দেখিতে বেকুল একোন কাহারে ,
চিনি না তবু, কত যে আপন
মনে হয় কেন তাহারে।
রাত্রি জাগিয়া দিন কে খুঁজেছি
আমি বুঝি ঠিক প্রেমেই পড়েছি।