খুলনার মতো ভোট ৩০০ আসনে সম্ভব নয় : এ্যানী

খুলনার মতো ভোট ডাকাতি জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে ন্যক্কারজনকভাবে ভোট ডাকাতি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের যোগসাজশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ অপকর্ম করেছে। কিন্তু জাতীয় নির্বাচনে তা সম্ভব নয়।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। তিনি বলেন, ‘এখন আমাদের প্রথম ও প্রধান টার্গেট হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আমরা তার নেতৃত্বেই জাতীয় নির্বাচনে যেতে চাই।

প্রয়োজনে তাকে মুক্ত করতে রাজপথে শক্ত কর্মসূচি দেওয়া হবে। বেগম জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি। তাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’ এ্যানী বলেন, ‘এখন সারা দেশে আমাদের সাংগঠনিক কাজ চলছে। অসম্পূর্ণ কমিটিগুলো হচ্ছে। দল ও অঙ্গসংগঠন গুছিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন জোরদার করা হবে। আন্দোলনের মাধ্যমেই সুষ্ঠু ভোটের দাবি আদায় করা হবে।’ তিনি বলেন, ‘দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। ফ্যাসিবাদী সরকার দেশ চালাচ্ছে। জনগণের আজ জিম্মিদশা। তাদের এ দশা থেকে মুক্ত করতে হবে। এ লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।’