পারস্য উপসাগর তীরবর্তী দেশ ইরানের সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই ইরানি সেনা নিহত হয়েছে।
মঙ্গলবার উত্তর-পশ্চিম ইরান ও ইরাকের পশ্চিম আজারবাইজানের কাছে সীমান্তে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, ইরাক-ইরান সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিপুলসংখ্যক জঙ্গি গুলিতে নিহত হয়। এছাড়া ইরানের দুই সেনা সদস্যও এসময় নিহত হয়েছেন।
তবে ইরানি কর্তৃপক্ষ নিহত জঙ্গিদের কোনও পরিচয় প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে নিহতরা ওই অঞ্চলের কুর্দিস্তান ওয়ার্কার্স পাটির (পিকেকে) সদস্য।