ইরাকের বাগদাদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় বুধবার বারুদ বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটেছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।
একটি ইরাকি পুলিশ জানিয়েছে, একটি মসজিদে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরকটি মসজিদ থেকে পাশে রাখা একটি গাড়িতে নেওয়ার সময় বিস্ফোরিত হয়।