ইয়েমেনের উপকূলে নৌকা ডুবে নিহত ৪৬ ইথিওপীয় অভিবাসী

সোমালিয়া থেকে ইয়েমেন যাওয়ার পথে এক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ ইথিওপীয় অভিবাসী। নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেনের উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বেঁচে যাওয়া অভিবাসীরা জানিয়েছেন, নৌকাটিতে অন্তত ১০০ জন অভিবাসী যাত্রা করছিলেন। তারা সোমালিয়ার বোসাসো সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল ইয়েমেন ও অন্যান্য উপসাগরীয় অঞ্চলে কাজ খোঁজা। নৌকাটিতে অবস্থান করা বেশিরভাগ অভিবাসীই ছিলেন ইথিওপিয়ার নাগরিক।

আইওএম বলেছে, বুধবার সকালের দিকে এডেন উপসাগরে নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে ৩৭ জন ছিলেন পুরুষ ও নয় জন নারী রয়েছেন।

বেঁচে যাওয়া অভিবাসীরা জানিয়েছেন, নৌকাটির বেশ কয়েকজন যাত্রীর কাছে কোন ‘লাইফ জ্যাকেট’ ছিলনা। আইওএম কর্মকর্তা মোহাম্মদ আব্দিকার বলেন, প্রতি মাসে সাত হাজারের বেশি মানুষ এই বিপজ্জনক যাত্রা করে। কেবল গত বছরেই এইরকম অভিবাসন যাত্রা করেছে ১ লাখ মানুষ।

আব্দিকার বলেন, তাদের সঙ্গে ভয়ঙ্কর রকমের দুর্ব্যবহার করা হয় ও তারা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এটা বন্ধ হওয়া দরকার।