গাইল দিয়েন না ভাই: তাসকিন

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আশা করা হচ্ছিল, দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াবে টাইগাররা। কিন্তু কীসের কী, উল্টো এটিতেও ভরাডুবি। ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন সফরকারীরা। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে খুইয়েছেন তারা।

বাংলাদেশের এমন হার মেনে নিতে পারছে কেউই। বোলিং কিংবা ব্যাটিং সব বিভাগেই আফগানদের থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে বাংলাদেশি খেলোয়াড়রা যখন হতাশায় মুষড়ে পড়েছেন তখন ক্ষোভে ক্ষিপ্ত বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ।

খেলাতে হার জিত থাকবেই। কিন্তু নিজ দেশের হারা মেনে নেয়া হয়তো ক্রিকেটপ্রেমীদের জন্য কখনই খুব সুখকর না। এছাড়া বার বার হেরে গেলেও মানুষ সাপোর্ট করেছে বাংলাদেশকে। তবে, আফগান সিরিজের হার একটু বেশিই হয়তো আঘাত করেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশ ক্রিকেটকে গালাগালি কিংবা খারাপ ভাষায় খেলোয়াড়দের মুণ্ডপাত করে যাচ্ছে।

যদিও এসব দেখে খেলোয়াড় তাসকিনও সকলের কাছে অনুরোধ করলেন গালাগাল না দিতে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তাসকিন বলেন, ‘সাপোর্ট করেন ভাই। গাইল দিয়েন না। নিজের দেশের মানুষই তো। দেখতে খারাপ লাগে। খারাপ হতেই পারে। ইচ্ছা করে তো আর খারাপ করতেছে না। আজকে হচ্ছে না কাল হবে। নিজের চিন্তাভাবনা থেকে একটু বাইরে এসে চিন্তা করেন। জিনিসগুলো সহজ হবে।’

ইনজুরির কারণে অনেকদিন ধরেই নিয়ে জাতীয় দলের বাহিরে তাসকিন আহমেদ। তাই ঘরে বসেই দেখছেন সতীর্থদের খেলা। গতকালকে আফগানদের কাছে হারে তিনিও হতাশ কিন্তু ক্রিকেটপাগল মানুষ গুলোর গালাগাল মেনে নিতে পারেন নি।