বিশ্বকাপের ৮৮ বছরের ইতিহাস ভাঙছে মিসর

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা চলে একদম আফনার দুয়ারে। আর মাত্র কটা দিন পরেই শুরু হতে যাবে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ সালে রাশিয়ায় বসতে যাচ্ছে প্রতিযোগিতার ২১তম আসর। এমন আসরটিতে মিসর গড়তে যাচ্ছে অন্যরকম রেকর্ড। আর তা ফিফা বিশ্বকাপে তাদের আবির্ভাবেই। বিশ্বরেকর্ডটি হল, বিশ্বকাপের আটাশি বছরের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে রাশিয়ায় খেলতে চলেছেন মিশরের গোলকিপার এসাম আল-হাদারি।

৪৫ বছর বয়সে বিশ্বকাপে নামছেন এল হাদারি। তিনি ভাঙতে চলেছেন কলম্বিয়ার ফারিদ মন্দ্রাগনের রেকর্ড। এই কলম্বিয়ান গোলকিপার ২০১৪ বিশ্বকাপে ৪৩ বছর বয়সে খেলেছিলেন। হাদারি বিশ্বকাপে একটা রেকর্ড করতে চলেছেন। আর একটা রেকর্ড অল্পের জন্য করতে পারছেন না রাশিয়ায়। সেই অভিনব রেকর্ডটা হত একইসঙ্গে বিশ্বকাপ ফুটবলে শ্বশুর-জামাইয়ের খেলা। একই দেশের জার্সিতে!