ঈদে দেখা মিলবে নিপুণের

কিছুদিন আগে নিপুণ অভিনীত উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্র মুক্তি পায়। সামনে আসছে ঈদ, তাই বর্তমানে ঈদের কাজ নিয়েই ব্যস্ত তিনি। বিস্তারিত জানাচ্ছেন মিলান আফ্রিদী

নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নিয়েই গত তিন বছরেরও বেশি সময় যাবত ভীষণ ব্যস্ততায় সময় কাটছে নিপুণের। যে কারণে অভিনয়ে তাকে আগের মতো আর দেখা যায় না। তবে ভালো গল্প পেলে নিপুণের ইচ্ছে রয়েছে চলচ্চিত্রে কাজ করার। কারণ মনেপ্রাণে তিনি এখনো একজন অভিনেত্রী। অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করতে ভালো লাগে তার। আর তাই ঈদকে সামনে রেখে নিপুণ এরইমধ্যে দুটি নাটক টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এসএ হক অলিকের রচনা ও নির্দেশনায় নিপুণ গত সোমবার শেষ করেছেন ‘এট্টুসখানি প্রেম’ টেলিফিল্মের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন রিয়াজ ও নাদিয়া আহমেদ। কমেডি ঘরানার এই নাটকে অভিনয় করেছেন নিপুণ স্বতঃস্ফূর্ততা নিয়ে। নিপুণ বলেন, ‘খুবই ভালো একটি কাজ হয়েছে। এর আগেও রিয়াজ ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এদিকে ‘এট্টুসখানি প্রেম’ টেলিফিল্মের আগে নিপুণ শেষ করেছেন সাজ্জাদ হোসেন দোদুলের নির্দেশনায় ‘মহব্বত ব্যাপারী টু’ নাটকের কাজ। গত বছর ঈদে তিনি ‘মহব্বত ব্যাপারী’ নাটকে অভিনয় করেছিলেন। এবারের ঈদে সেই নাটকেরই সিক্যুয়ালে অভিনয় করলেন। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন কিংবদন্তি অভিনেতা নির্মাতা আমজাদ হোসেনকে। নিপুণ বলেন, ‘ধন্যবাদ দোদুল ভাইকে আমজাদ স্যারের মতো কিংবদন্তি একজন ব্যক্তিত্বর সঙ্গে বারবার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। এটা সত্যিই আমার জন্য সৌভাগ্যের বিষয়।’ নিজের ব্যবসা প্রতিষ্ঠান প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সবার কাছে বেশ পরিচিতি লাভ করেছে। এই প্রতিষ্ঠানটি ভালোভাবে দাঁড় করাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি আমি। সবার কাছে দোয়া চাই আমি যেন এই প্রতিষ্ঠানকে ঘিরে আমি আরো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি।’ নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’। তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। অলিকের ‘এট্টুসখানি প্রেম’ টেলিফিল্মের আগে নিপুণ চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’, দেবাশীষ বিশ্বাসের ‘শুভ বিবাহ’ এবং চাষী নজরুল ইসলামের ‘দুই পুরুষ’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আগামী ৯ জুন নিপুণের জন্মদিন। এবারের জন্মদিন পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গেই উদযাপন করবেন তিনি। ইত্তেফাকের পক্ষ থেকে অগ্রীম জন্মদিনের শুভেচ্ছা।