সবার আগে রাশিয়া পৌঁছাল ইরান

বিশ্বকাপ একদম দুয়ারে চলে এসেছে। দলগুলোও প্রস্তুতি গুছিয়ে এনেছে। তবে, সবার আগে বুধবার রাশিয়া পৌঁছে গেল এশিয়ার দল ইরান। বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন।

মস্কোয় পৌঁছালে ইরান দলকে শুভেচ্ছা জানান রাশিয়ান ক্রীড়ামন্ত্রী। ইরান এবার গ্রুপ ‘বি’ তে খেলবে। তাদের সঙ্গে আছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল এবং মরক্কো।

দলটির কোচের দায়িত্বে আছেন কার্লোস কুইরোজ। তার মূল পরিচয় হলো তিনি লম্বা সময় ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী ছিলেন। এছাড়া পর্তুগাল ও রিয়াল মাদ্রিদেরও কোচ ছিলেন তিনি।

বিশ্বকাপকে সামনে রেখে তিনি বলেন, ‘রাশিয়ায় বিশ্বকাপ খেলতে আসা আমাদের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কঠিন পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে আমরা এটা অর্জন করেছি।’

ইরান দল লোকোমোটিভ বাকোভাকা ট্রেনিং সেন্টারে অনুশীলন ক্যাম্প করবে। এটি মস্কো অঞ্চলে। ৮ জুন, মানে আগামীকাল লিথুয়ানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, মরক্কোর বিপক্ষে। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।