সালাহ বিহীন মিসরকে উড়িয়ে দিল বেলজিয়াম

প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচে বুধবার মিশরকে ৩-০ গোলে হারাল বেলজিয়াম। মিশরীয় দলের পোস্টার বয়, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলস্কোরার মোহাম্মদ সালাহ চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। লিভারপুলের ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচ জিততে অসমর্থ থাকল মিশর। ম্যাচটিতে বেলজিয়ামের হয়ে রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড এবং ফেলাইনি একটি করে গোল করেছেন। বিশ্বকাপের আগে প্রস্ততি ম্যাচগুলির প্রথমটিতে পর্তুগালের সঙ্গে গোলশূন্য অবস্থায় ড্র করেছিল বেলজিয়াম।

লুকাকুদের সঙ্গে ম্যাচের আগে কুয়েতের সঙ্গেও ১-১ ড্র করেছিল মিশরের ফুটবল দল। বুধবার রাতের ম্যাচটিতে প্রথম থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল বেলজিয়াম। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু প্রথমার্ধের ২৭ মিনিটেই আকাঙ্ক্ষিত গোল এনে দেন বেলজিয়ামকে। যদিও প্রথমার্ধেয় হ্যাজার্ডের এক নিশ্চিত শট মিশরের গোলরক্ষক আটকে দেন।

৩৮তম মিনিটে বেলজিয়ামেয় হয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন চেলসি তারকা হ্যাজার্ড। বাঁদিক থেকে ডি-বক্সে ঢোকা মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধেও মাঠে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দেয় বেলজিয়াম।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরনোর পর রেফারির দেয়া অতিরিক্ত মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন ফেলাইিনি।

১৫ই জুন সালা‘হকে ছাড়াই উরুগুযের বিরুদ্ধে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ থেলতে নামবে মিশর। হয়ত বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও মিশরের স্কোয়াডে ফিরতে পারবেন না ‘মিশরিয় মেসি’৷

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে রামোসের কড়া ট্যাকেলে গুরুতর চোট পান সালাহ। প্রথমে ধরে নেওয়া হয় তার কলারবোন ভেঙে গিয়েছে। ব্রিটিশ দৈনিকে লিখেও দেয়া হয় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সালাহ। তার অন্তত এখন ১০ সপ্তাহ বিশ্রাম প্রয়োজন৷পরে অবশ্য ডাক্তারী পরীক্ষার পর জানা গিয়েছে কাঁধের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন সালাহ। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে আশা জিইয়ে রয়েছে। শুরুর দিকে না থাকলেও সুস্থ হয়ে মাঝপথে বিশ্বকাপের ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেন সালাহ। এবং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাশিয়া বিশ্বকাপে মিশরের ফাইনাল স্কোয়াডে নাম উঠেছে মোহাম্মদ সালাহ‘র।