রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ পাঁচ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ ৪৬ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে কদমতলী থানার পূর্ব জুরাইনের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উত্তর উপ-কমিশনার মশিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকা জব্দ করা হয়। আরও যত কাগজ ও কালি উদ্ধার করা হয়েছে তা দিয়ে অন্তত আড়াই কোটি জাল টাকা বানানো যাবে।
মশিউর রহমান আরও জানান, ঈদকে সামনে রেখে এই জাল টাকার চক্রটি নগরজুড়ে সক্রিয়। বাজারে প্রায় প্রায় ৫ কোটি টাকার জাল নোট ছড়িয়েছে বলেও তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান।