ঈদে চোখে চোখে
শরীফ সাথী
ঈদে চোখে চোখে চাওয়া তোমার আমার
খুশির ইমেজ তখনই পূর্ণতা পায় যখন প্রেয়সীর চোখে চোখের চাওয়া অম্লান হয়
ঠিক অনাবিল মূহুর্তে আমার শিহরিত কম্পন, ভালোলাগার ছোঁয়ানুভূতি, ভালোবাসার পূর্ণতা তৃপ্ততায় ভেজা কামনার বীজ বপনে স্বপনের সত্যতায় সভ্যতার রসাত্ব মিলন ৷ চোখে চোখে চেয়ে, বেয়ে যায় শান্তির পালক দ্বিধাহীনভাবে ৷
ভালোবাসার বীজ
শরীফ সাথী
হৃদয়ে বপন করেছো তুমি ভালোবাসার বীজ ৷
চারা হয়ে আজ পরিপূর্ণ যৌবনে বিকশিত শিকড় বিস্তার করেছে, শিরা উপশিরা বয়ে সমগ্র দেহে ৷
উন্মাদনার ঢেউ তুলেছে অস্থিমজ্জায় ৷
নয়নে ঠোঁটে মনণে ফুটেছে ভাললাগার ফুল ৷ এসো…দেখবে…৷
শরীফ সাথী
সম্পাদক: শীর্ষ সাহিত্য পত্রিকা
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১।