মাদক বিরোধী বন্দুক যুদ্ধ আবার শুরু, নিহত ৩

দুদিন বিরতি দিয়ে মাদক বিরোধী কথিত বন্দুক যুদ্ধ আবার শুরু হয়েছে। গত রাতে (সোমবার) রংপুর ও বগুড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২ জন এবং দিনাজপুরে ‌’দুই দল মাদক ব্যবসায়ীর’ বন্দুক যুদ্ধে ১ জন নিহত হয়েছে। খবর সময় টিভি নিউজের।

পুলিশ বলছে, নিহতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

দিনাজপুরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে একজন আহতও হয়েছে।

রংপুর

পুলিশ জানায়, সোমবার রাতে রংপুরের হারাগাছে মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দবির উদ্দিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হন।

বগুড়া

বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রিগানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় ৫ টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

দিনাজপুর

দিনাজপুর সদরের গোদাগাড়িতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে একজন ও হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আহত হয়। তাদেরকে উদ্ধার করে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।