নতুন পিৎজা বাজারে আনল ‘সবাড়ো’

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথমবারের মতো ১২ ইঞ্চি পিৎজা বাজারে এনেছে আমেরিকান পিৎজা ব্র্যান্ড সবাড়ো বাংলাদেশ। ফলে এখন থেকে ১৮ ইঞ্চির সিগনেচার সাইজ পিৎজার পাশাপাশি ১২ ইঞ্চির পিৎজা পাওয়া যাবে সবাড়ো বাংলাদেশের গুলশান, বেইলি রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এবং খিলগাঁও শাখায়।

এ বিষয়ে খান বাহাদুর গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম শাহাদাত হোসেন দীপ্ত বলেন, ‘২০১৫ সালের পর প্রথমবারের মতো আমরা ১২ ইঞ্চি পিৎজা বাজারে এনেছি। আমাদের বিশ্বাস- গ্রাহকরা নতুন এই পিৎজা পছন্দ করবেন। পবিত্র রমজান মাসে সাশ্রয়ীমূল্যে ভোক্তাদের পিৎজা কেনার সুযোগ করে দিতেই ১২ ইঞ্চি পিৎজা বাজারে এনেছি আমরা। গ্রাহকদের চাহিদা অনুসারে রমজান মাসে ইফতারের পাশাপাশি নির্বাচিত কিছু শাখায় সেহরির ব্যবস্থা করা হয়েছে এবং কিছু খাবারে বিশেষ মূল্যছাড়ও থাকছে।’

উল্লেখ্য, ২০১৫ সালে খান বাহাদুর গ্রুপের হাত ধরে বাংলাদেশে আমেরিকান পিৎজা ব্র্যান্ড সবাড়োর যাত্রা শুরু হয় এবং ২০১৭ সালে একযোগে রাজধানীর ৮টি জায়গায় নতুন আউটলেট চালু হয়।