হল্টেড ৫ কোম্পানি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ক্রেতা-বিক্রেতা সংকট দেখা গেছে ৫ কোম্পানিতে। এর মধ্যে তিনটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল ও ২তে ছিল ক্রেতা সংকট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি অটোকারস, লিবরা ইনফিউশন, মুন্নু জুট স্টাফলার্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

জানা যায়, ৯.৯৯২ শতাংশ দর বাড়ার মধ্যে দিয়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে বিডি অটোকারস। মঙ্গলবার দুপুর ১২টায় কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১৪৪.২ টাকা। এসময় কোম্পানিটির ৬ লাখ ৪৩ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে।

৭.৪৮৭ শতাংশ দর বাড়ার মধ্যে দিয়ে হল্টেড হয়েছে লিব্রা ইনফিউশন।মঙ্গলবার কোম্পানিটির ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।

এদিকে, মুন্নু জুট স্টফলার্সের শেয়ার দর বেড়েছে ৫ শতাংশ। কিন্তু কোম্পানিটির দর ২৫ টাকা অতিক্রম করায় ৫ শতাংশই কোম্পানিটির সার্কিট ব্রেকার।

এদিকে,এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড উভয় ক্রেতা সংকটে হল্টেড হয়েছে। এর মধ্যে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৯.৩০২ শতাংশ। এসময় কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৭.৮ টাকা।

এছাড়া এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৮.৯৮৯ শতাংশ। এসময় কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৮.১ টাকা।