কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। সোমবার দেশটির রাজধানী কাবুলের একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের পাশে এ হামলা চালানো হয়। আফগানিস্তানের শীর্ষস্থানীয় আলেমরা সেখানে দেশে চলমান বোমা হামলা ও সংঘাতের বিরুদ্ধে ‘ফতোয়া’ দেয়ার জন্যে পরামর্শ সভায় বসেছিলেন। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, আফগানিস্তানে আলেমদের এক জমায়েতে বোমা হামলা চালানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, এতে কমপক্ষে ৭ জন নিহত ও ৯ ব্যক্তি আহত হয়েছে। এর আগে তিনি নিহতের সংখ্যা ১২ জন বলে উল্লেখ করেছিলেন। পুলিশ ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। নাজিব দানিশ বলেন, হামলাকারীরা পায়ে হেটে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। পরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
সোমবার সেখানে আফাগানিস্তানের শীর্ষস্থানীয় আলেমরা বৈঠকে বসেন। তারা দেশে চলমান আত্মঘাতী বোমা হামলা ও সংঘাতের ধর্মীয় বৈধতা নিয়ে আলোচনা করেন। বৈঠকে তারা সর্বসম্মতভাবে ঐক্যমত্যে পৌছান যে, ইসলামে এগুলোর কোন বৈধতা নেই। তারা বৈঠক সমাপ্ত করে বের হয়ে আসার সময় বোমা হামলার শিকার হন।
এখনো হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় নি কোন পক্ষ। তবে কাবুলের বেশিরভাগ হামলা জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস করে থাকে।