বিশ্বকাপকে সামনে রেখে সোমবার ফ্রান্সের ২৩ সদস্যের চূড়ান্ত দল নিশ্চিত করেছেন কোচ দিদিয়ের দেশম। দলে আছেন বার্সেলোনার দুই তারকা ওসমান ডেম্বেলে আর স্যামুয়েল উমতিতি।
চোটের ঝামেলা নেই। এর আগে তাই পূর্ণশক্তির দলই দিয়েছিলেন দেশম। প্রাথমিক বাছাইয়ের সেই দলটিতে এবারও কোনো পরিবর্তন আসেনি। আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যান আর লুকাস হার্নান্দেজ, রিয়াল মাদ্রিদের রাফায়েল ভারানে আর সেভিয়ার স্টিভেন এনজোনজিও।
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে পড়েছে ফ্রান্স। গ্রুপে তাদের প্রথম ম্যাচ ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২১ জুন পেরু এবং ২৬ জুন ডেনমার্কের বিপক্ষে খেলবে দেশমের শিষ্যরা।
২৩ সদস্যের চূড়ান্ত দল :
গোলরক্ষক : হুগো লরিস, স্টিভ মানদান্দা, আলফোনসে আরিওলা।
ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার : এনগুলো কান্তে, ব্লেইস মাতুইদি, স্টিভেন এনজোনজি, পল পগবা, ক্লোরেনতিন তোলিসো।
ফরোয়ার্ড : ওসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাওভিন।