বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং টটেনহাম কিংবদন্তি অসভালদো আরদিলেস। টুর্নামেন্টের জন্য কোচ হোর্হে সামপাওলির দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েই মূলত তার যত ক্ষোভ। সমপ্রতি আর্জেন্টাইন এক রেডিও প্রোগ্রামে দল সমপর্কে নিজের মতামত দিয়েছেন আরদিলেস।
রেডিও মিত্রে দে করদোবাকে তিনি বলেন, ‘সামপাওলি যে দল নির্বাচন করেছেন তাতে আমি খুব একটা খুশি নই। যেমন ধরুন, দলে ইকার্দির একটা জায়গা প্রাপ্য। কিন্তু সে দলে নেই।’
দল হিসেবে খেলছে না আর্জেন্টিনা এমনটাই অভিযোগ সাবেক আর্জেন্টিনা মিডফিল্ডারের, ‘তাদেরকে একটা দল বলে মনে হচ্ছে না। বড়জোর বলা যায়, মেসি এবং আরও দশজনের দল এটা। সাধারণত আমি আশাবাদী একজন মানুষ হলেও জাতীয় দলের বর্তমান অবস্থা আমাকে (বিশ্বকাপ নিয়ে) আশাবাদী হতে দিচ্ছে না।’
মাঠের খেলায় দলের খেলোয়াড়দের ব্যবহার নিয়েও কথা বলেন অসি, ‘ম্যাশেরানো বার্সেলোনায় খেলত এক সময়। এখন সে খেলে চীনের একটা ক্লাবে। দুই দেশের খেলার মানে খুব বড় একটা পার্থক্য বিদ্যমান। সে অনেকদিন ধরে শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় নেই এবং তার খেলায়ও এর ছাপ পড়ছে বেশ। আমি বরং নতুনদের দিয়েই খেলাতে চাইতাম, যাদের ভেতরে সাফল্যের জন্য ক্ষুধা আছে, যেমন ইকার্দি। পাওলো দিবালাকেও আমি যথেষ্ট গুরুত্ব দিতাম, এবং অবশ্যই মেসি।’
ইনজুরির কারণে দল ঘোষণার পরদিনই দল থেকে ছিটকে পড়েন সামপাওলির প্রথম পছন্দের গোলরক্ষক সার্জিও রোমেরো। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন বোকা জুনিয়র্সের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। আরদিলেসের মতে, আরমানিকেই প্রথম পছন্দের গোলরক্ষক করা উচিত। তিনি বলেন, ‘গোলরক্ষকের নিয়মিতই খেলা উচিত। রোমেরো এবং ক্যাবায়েরো দুজনেরই (ক্লাবে) ১২ নম্বর জার্সি পরে, তারা খুবই কম খেলে। আরমানিই গোলরক্ষক হওয়া উচিত এ মুহূর্তে।’ জানিয়ে রাখা ভালো, আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী মারিও কেম্পেসের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অসভালদো আরদিলেস।