সংশয় কটিয়ে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। অস্ত্রোপচারের পর অনুশীলন শুরু করেছেন পুরোদমে। গত রবিবার মাঠে নেমে কামব্যাক ম্যাচে দুর্দান্ত গোলও করেছেন তিনি। এরপর আর ব্রাজিলীয় সমর্থকদের মনে তাকে নিয়ে কোনো সংশয় থাকতে পারে না বলে আশ্বস্ত করেছেন নেইমার। আশ্বস্ত হয়েছে ব্রাজিল।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুধু গোল করা নয়, রোমারিও, রোনাল্ডো, পেলেকে তাড়া শুরু করে দিলেন নেইমার। সেলেকাওয়ের জার্সি গায়ে ৫৪টি গোল হয়ে গেল তার। আর একটি গোল করতে পারলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে থাকা রোমারিওকে (৫৫) ছুঁয়ে ফেলবেন নেইমার। ফিফা স্বীকৃত ম্যাচে পেলে ও রোনাল্ডোর গোল সংখ্যা ৭৭। তারাই আছেন এক ও দুই নম্বরে। যদিও এই সব রেকর্ড নিয়ে একেবারেই ভাবছেন না নেইমার।
তিনি বলেছেন, ‘ব্রাজিলের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য কোনো লড়াই নেই। আমার কাছে এটা শুধু সংখ্যা। ওরা আমার আইডল। আমি কখনওই ওদের থেকে ভাল হতে পারব না। সম্ভবও নয়। রোমারিও, জিকো, রোনাল্ডো, পেলে, প্রত্যেককে আমি শ্রদ্ধা করি।’
নেইমার আরও বলেন, ‘গোল করে দলকে সাহায্য করতে পারলেই আমি খুশি।’