নোবেল পুরস্কার বিজয়ী পারমাণবিক অস্ত্রবিরোধী গ্রুপ আইক্যান সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার ঐতিহাসিক শীর্ষ বৈঠকের খরচ মেটানোর প্রস্তাব দিয়েছে। তারা উত্তর কোরিয়ার নেতার হোটেল বিল পরিশোধ করতেও আগ্রহ প্রকাশ করেছে।
রয়টারের এক প্রতিবেদন বলা হয়, অর্থ কষ্টে থাকা উত্তর কোরিয়ার পক্ষে সিঙ্গাপুরে দেশটির নেতা এবং নিরাপত্তা ও সাহায্যকারী দলের থাকার খরচ মেটানো কষ্টকর হতে পারে এমন কথা গণমাধ্যমে আসার পরপরই আইক্যান প্রস্তাবটি করল।
গত বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স (আইক্যান) বলেছে বৈঠকটি সফল করতে থাকা বা বৈঠক স্থানের ভাড়া মেটানোর জন্য তারা তাদের পুরস্কারের অর্থ খরচ করতে রাজি।