পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে উল্টো চিত্র। সোমবার মালেশিয়ার কুয়ালালামপুরে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা ওভালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। আর তাতে ব্যাট করা পাকিস্তানকে ৯৫ রানে আটকে ফেলে বাংলাদেশ। এই রান সংগ্রহ করতে ৫ উইকেট হারায় তারা। ১৭ ওভার ৫ বল মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা। ২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার।

বাংলাদেশের পক্ষে শামিমা সুলতানা ৩৩ বলে ৩১ রান, নিগার সুলতানা অপরাজিত ৩১ রান ও মাত্র ১৯ বল থেকে ২৩ রান করেন ফাহিমা খাতুন। ১টি উইকেট ও ২৩ রানের সুবাদে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ফাহিমা খাতুন।