সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সাবেক উপব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) আরশাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আশিকুর রহমান।