যা অনুমান করা হচ্ছিল, তাই ঘটেছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তাও কম ব্যবধানে নয়, পাক্কা ৪৫ রানে। একে স্রেফ উড়ে যাওয়া বলে মন্তব্য করেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আফগানিস্তান। তবে শুধু বোলিং শক্তিমত্তায় এগিয়ে রাখা হচ্ছিল আফগানদের। কিন্তু ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) স্বাগতিকদের কাছে ধরাশায়ী বাংলাদেশ।
সাকিবের সরল স্বীকারোক্তি, আমরা কোনো বিভাগেই লড়াই করতে পারিনি। শেষের ৪ ওভার বাদে বোলিংটা ভালো হলেও ব্যাটিং-ফিল্ডিংটা খুবই খারাপ হয়েছে। সামনে ভালো করতে হলে সব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। এর কোনো বিকল্প নেই।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অকপটে স্বীকার করেন, বলতে দ্বিধা নেই আফগানিস্তান আমাদের চেয়ে ভালো দল। ফেভারিটের মতোই ব্যাটিং-বোলিং করেছেন আফগানরা। ফিল্ডিংয়েও আমাদের ছাড়িয়ে গেছে তারা। বলতে পারেন স্রেফ উড়ে গেছি আমরা।