সুধীর গৌতম নামটা ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে থাকলেও শচিন টেন্ডুলকারের সব থেকে বড় অনুরাগী হিসাবেই ক্রিকেটবিশ্বে পরিচিত তিনি। বিশ্বের যে প্রান্তেই ভারতের খেলা হোক না কেন গ্যালারিতে ভারতীয় দলকে উৎসাহ দিতে উপস্থিত থাকেন এই মানুষটি।
ক্রিকেট ও শচিন পাগল মানুষটির নিঃস্বার্থ সাধনা বহু ভারতীয় ক্রিকেটারের মন জয় করেছে। ব্যতিক্রমী নন মহেন্দ্র সিং ধোনিও। সুধীরকে নিজের ফার্ম-হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সেই ছবি সুধীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়।
ধোনি নেতৃত্বে তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। সামনের ইংল্যান্ড সফরের আগে নিজের বাড়িতে এখন ছুটি কাটাচ্ছেন ধোনি। এমন অবসরের মুহূর্তে ব্যাট-বল থেকে দূরে থাকলেও ক্রিকেটীয় প্রসঙ্গ থেকে সরে থাকতে পারেননি তিনি। পরিবারের সঙ্গে সুধীরকে লাঞ্চ করতে ডাকাতেই তা প্রমাণিত হয়। রাঁচিতে ধোনির প্রাসদোপম ফার্ম হাউসের বিভিন্ন জায়গা সেল্ফি তুলে টুইটারে পোস্ট করেছেন সুধীর।
ধোনির বাবা, স্ত্রী এবং মেয়ের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজ সারার ছবিও টুইটারে পোস্ট করেন সচিনের ডাই-হার্ট ফ্যান। সঙ্গে লেখেন, একটা বিশেষ দিন ক্যাপ্টেন কুলের সঙ্গে। দারুণ পরিবার। দারুণ লাঞ্চ। এই মুহূর্তটাকে বর্ণনা করার মতো আমার কাছে ভাষা নেই। ধন্যবাদ এমএস ধোনি এবং সাক্ষী দি।