প্রথম ম্যাচটা বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের প্রমীলারা।
আজ সোমবার কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। জাহানারা-খাদিজা-নাদিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন সানা মীর। এ ছাড়া অধিনায়ক বিসমাহ মারুফ (১১), জাবেরিয়া খান (১৮) ও নিদা দার অপরাজিত ১৭ রান করেন।
বল হাতে নাহিদা নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া সালমা, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।
৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার আয়েশা রহমানকে (৫) হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার শামিমা সুলতানা সাবলীল ব্যাটিং চালিয়ে যান। তৃতীয় উইকেট হিসেবে ব্যক্তিগত ৩১ রানে শামিমা আউট হলেও নিগার সুলতানা ও ফাহিমার দুরন্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।