জনপ্রিয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে গত শনিবার দুটি রিং স্থাপন পরানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
গত ১৫ মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসুস্থতার খবর জানান আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে তিনি লেখেন, আমার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াকে-এ সিসিইউ তে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি।
বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নেন। তাকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বাইপাস সার্জারি না করে শরীরে রিং পরানোর সিদ্ধান্ত নেন।