২০১৪ সালে বাংলাদেশে একটি চলচ্চিত্রে অভিনয় করিয়াছিলাম যার নাম ছিল ‘সর্বনাশা ইয়াবা’। আমার পিতা কাজী হায়াৎ ছিলেন ছবিটির নির্মাতা। উনি চলচ্চিত্রে যা করিয়েছিলেন আমাকে দিয়ে, ঠিক তাই ঘটছে এখন। মাদকমুক্ত বাংলাদেশ গোড়ার প্রচেষ্টা চলছে।
খুব ভালো লাগছে জেনে যা আমরা চেয়েছি ২০১৩ তে, ২০১৪তে সেটা পর্দায় দেখিয়েছি। আর আজ ২০১৮তে সেটা হচ্ছে। হয়তো অভিনয় বা নির্মাণ ভালো হয়নি বিধায়, কোনো পুরস্কারে ভূষিত হয়নি চলচ্চিত্রটি।
কিন্তু আজ অনেক খুশি, মনে হচ্ছে আমরা বোধ হয় পথ প্রদর্শক ছিলাম/ অবশ্য হয়তো সিনেমা ছিল বলে আমার কোনো ভুল হয়নি অপরাধীদের সাজা দিতে/ আশা করবো সিনেমার মতো কোনো ভুল যেন আর না হয়।