উরুগুয়ের মূল ভরসা সুয়ারেজ

প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে ফুটবলপ্রেমীদের কাছে এক সু-পরিচিত নাম। প্রায় প্রতিটি বিশ্বকাপেই তাদের অংশগ্রহণ ছিলো মহাশক্তি হিসাবেই। এবারও রাশিয়া বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে চায়। গতকাল উরুগুয়ের হেড কোচ অস্কার তাবারেজ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। বরাবরের মতো এবারো উরুগুয়ের মূল ভরসার লুইস সুয়ারেজ। তার সাথে দলে এবার আরো আছেন এডিনসন কাভানির মতো তারকা খেলোয়াড়ও। অভিজ্ঞ এই দুই ফরোয়ার্ডের সঙ্গে বিশ্বকাপ দলে আছেন একঝাঁক তরুণ উঠতি প্রতিভা। যাদের মধ্যে উল্লেখযোগ্য জুভেন্টাসের রদ্রিগো বেন্টানকার, সাম্পদোরিয়ার মিডফিল্ডার লুকাস টোরেইরা ও সেল্টা ভিগোর ম্যাক্সিমিলিয়ানো গোমেজ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ১১ জন খেলোয়াড় এবারের দলে সুযোগ পেয়েছেন। এদের মধ্যে সাতজন আবার আট বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও খেলেছেন। সেবার সেমিফাইনালে খেলেছিল উরুগুয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুলব্যাক গুইলারমো ভারেলা ও জিরোনার ফরোয়ার্ড ক্রিস্টিয়ান স্টুয়ানি দলে ডাক পেয়েছেন। তবে ফেডেরিকো ভালভার্দে, গ্যাস্টন রামিরেজ ও নিকোলাস লোডেইরো দলে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন।বিশ্বকাপের আগে আগামী শুক্রবার প্রীতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে উরুগুয়ে। ১৫ জুন মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এ- গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া।

একনজরে উরুগুয়ে দল
মার্টিন কামপানা, ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা (গোলরক্ষক)।
মার্টিন ক্যাসেরেস, সেবাস্তিয়ান কোটস, হোসে মারিয়া জিমেনেজ, দিয়েগো গডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা (ডিফেন্ডার)।
জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, রদ্রিগো বেন্টানকার, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানদেজ, ক্রিস্টিয়ান রদ্রিগেজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো, জোনাথন উরেটাভিসকায়া (মিডফিল্ডার)।
এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি (ফরোয়ার্ড)।