রুবেলের পর সাকিবের আঘাত, সাজঘরে শেহজাদ

আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শেহজাদকে সাজঘরে ফেরালেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন শেহজাদ।

১২তম ওভারে দলীয় ৮৬ রানের মাথায় সাকিবের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শেহজাদ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে পাঁচ বাউন্ডারিতে ৪০ রান করেন আফগান এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এর আগে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে ব্যাপক বেগ পোহাতে হয় টাইগারদের। কোনোভাবেই ভাঙ্গা যাচ্ছিল না মোহাম্মদ শেহজাদ ও উসমান গনির জুটি। অবশেষে এই জুটি ভাঙেন পেস বোলার ‍রুবেল হোসেন।

ইনিংসের ৯ম ওভারে দলীয় ৬২ রানে উসমান গনিকে (২৬) বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচ ৫ ও ৭ জুন এখানেই অনুষ্ঠিত হবে।