১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ মাঝ আকাশে বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এ ঘটনা ঘটে।
সুষমা স্বরাজ বর্তমানে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তার বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷ খবর কলকাতা২৪ এর।
এটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ঘটনা ঘটলেও, মন্ত্রীর বিমানের সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়৷
তিরুবনন্তপুরম থেকে ভারতীয় সেনাবাহিনীর বিমানে তিনি রওনা দেন৷ দুপুর ২টা ৮মিনিটে ছাড়ে তার বিমান৷ মরিশাসের আকাশে ঢোকামাত্রই এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিকাল ৪টা ৪৪ মিনিট থেকে ৫৮ মিনিট পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না ভারতীয় সেনাবাহিনীর বিমানটির সঙ্গে৷
সাধারণত ৩০ মিনিট ধরে কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না থাকলে হাই অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়৷ ভিভিআইপি বিমান হওয়ায় সুষমা স্বরাজের বিমানের ক্ষেত্রে ১৪ মিনিটেই হাই অ্যালার্ট জারি করা হয়৷
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।