দুই ওপেনারের ব্যাটে ভর করে দারুণ শুরু পেয়েছিল আফগানিস্তান। তবে দেরাদুনে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটিতে দারুণভাবে খেলায় ফিরেছে বাংলাদেশ। রুবেল হোসেন উদ্বোধনী জুটি ভাঙেন। এরপর সাকিবের আঘাত। মাহমুদউল্লাহ আক্রমণে এসেই তুলে নেন জোড়া উইকেট। তাতে এই মুহূর্তে কিছুটা হলেও চাপে আফগানিস্তান। ১৪ ওভার শেষে দলটির স্কোর ৪ উইকেটে ৯১ রান।
উদ্বোধনী জুটিতে আফগানরা যোগ করে ৬২ রান। ২৬ রান করা ওসমান গনিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন রুবেল হোসেন। সেটি নবম ওভারের ঘটনা। ১২তম ওভারের শেষ বলে শাহজাদকে ফেরান সাকিব। মাহমুদউল্লাহর হাতে ক্যাচ হওয়ার আগে ৩৭ বলে ৫ চারে ৪০ রান করেন।
এরপর ১৪তম ওভারে প্রথম আক্রমণে এসেই নাজিবুউল্লাহ জাদরান (২) ও মোহাম্মদ নবীকে (০) তোলে নেন মাহমুদউল্লাহ। অধিনায়ক আসগর স্টানিকজাই ও সামিউল্লাহ শেনওয়ারি এখন ব্যাট করছেন।
একাদশ :
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, আবুল হাসান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।
আফগানিস্তান : মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আসগর স্টানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, দওলত জাদরান