দেরাদুনে আর কিছুক্ষন পরেই মাঠে নামছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সেই ম্যাচেই আজ হতে পারে একসাথে ৪টি রেকর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েভসাইট ক্রিকইনফো।
সেই প্রতিবেদনে তুলে ধরা হয় আজ যেই রেকর্ডটি সবার আগে ঘটবে সেঁটি হচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়ামের অভিষেক। এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে এই স্টেডিয়ামটিতে।
আজ০কের ম্যাচে যদি সাকিব ২টি উইকেট নিতে পারেন তাহলে জ্যাক ক্যালিস এবং শহীদ আফ্রিদ্রি পরে ৩য় ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে একসাথে ১০০০০ রান এবং ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক গড়বেন সাকিব।
আজকের ম্যাচে যদি রশিদ খান ১টি উইকেট নিতে পারেন তাহলে প্রথম খেলোয়াড় হিসেবে টি-২০তে সবচেয়ে দ্রুত ৫০ উইকেটের মালিক হতে পারেন তিনি। আজকের ম্যাচে যদি মোহাম্মদ নবী ৩৯ রান করতে পারেন তাহলে থলে আফ্রিদি সাকিব পেরেরাদের পরে ৪র্থ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০তে এই রেকর্ড করবেন তিনি।