তিন ম্যাচ টি-২০ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ জিতে নিয়েছে তারা। তাও বড়সড় ব্যবধানে। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়ে। তাদের দুই স্পিনার মুজিব-রশিদ রয়েছেন দুর্দান্ত ফর্মে। আক্ষরিক অর্থে বাংলাদেশ-আফগান সিরিজে কারা এগিয়ে সেটা ঘটা করে বলতে হবে না। যদিও ময়দানী লড়াইয়ে কারা এগিয়ে থাকে এখন সেটা দেখার বিষয়। আর সে জন্য অপেক্ষা করতে হবে আজ রাত সাড়ে আটটা পর্যন্ত।
দেরাদুনে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে আফগানিস্তান। এই প্রথমবারের তামিম-সাকিবদের দাওয়াত দিয়েছেন স্তানিকজাইরা।
এদিকে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য বিশেষ কিছু। র্যাঙ্কিং অটুট থাকার মিশনে আজ যে কোন মূল্যে জয় পেতে চাইবে দলটি। আর সে জন্য প্রস্তত রশিদ-মুজিব। আজকের ম্যাচটিতে টাইগারদের যত ভয় এই দুই তারকাকে ঘিরে। কারণ বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে তারা। এছাড়া সদ্য শেষ হওয়া আইপিএলে দেড় মাসেরও বেশি সময় ধরে থেকে ভারতের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন দুইজন। এছাড়াও বল হাতে রীতিমত ম্যাজিক দেখিয়েছেন আসরের শুরু থেকে শেষ পর্যন্ত। তাই আজ বাংলাদেশকে ভোগাতে পারেন রশিদ-মুজিব।
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটিতে আফগানিস্তানের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে মোহাম্মদ শাহজাদ ও উসমান গণিকে। আর ওয়ানডাউনে খেলবেন ক্যাপ্টেন স্তানিকজাই। এরপর মিডল অর্ডারের জন্য প্রস্তুত সদ্য আইপিএল শেষ করা মোহাম্মদ নবী। এই পজিশনের জন্য আরো প্রস্তুত জাদরান-সাদেক-আশরাফ ও গুলবাদিন। এছাড়া লোয়ার অর্ডারের জন্য তৈরি রশিদ-মুজিব ও শাফূর।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গণি, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, শাফিউল্লাহ সাদেক, শারাফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান ও শাফূর জাদরান।