আজ থেকেদেরাদুনে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-২০ সিরিজ। এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে খেলে বাংলাদেশ দল। তবে প্রস্তুতি ম্যাচ হারলেও মূল পর্বে ঠিকই পারফর্ম করতে দেখা যায় বাংলাদেশের।
এরই প্রমান বিশ্বকাপ ২০১৫। বিশ্বকাপের মূল পর্বে উঠার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে ব্যাপক সমালোচনার স্বীকার হয় বাংলাদেশে। কিন্তু এরপরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে সবার মুখ বন্ধ করে দেয় বাংলাদেশ দল।
এমনকি জিম্বাবুয়ে, উইন্ডিজ সফরেও গিয়ে প্রস্তুতি ম্যাচ হেরে সিরিজ জিতে আসে বাংলাদেশ দল। আফগানিস্তানের সাথে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে নাকি তা দেখার অপেক্ষায় টাইগার সমর্থকরা।