প্রথমবারের মত কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এটি একটি নৃত্যনির্ভর সিনেমা। বাবা যাদব পরিচালিত সিনেমাটির নাম ‘ডি ফর ডান্স’।
কলকাতার প্রভাবশালী শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় এটি নির্মিত হবে। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন আঙ্কুশ। এর আগে তারা দুজন ‘আশিকী’তে অভিনয় করেছিলেন।
‘ডি ফর ডান্স’ সিনেমাটিতে প্রথমে অভিনয়ের কথা ছিল সায়ন্তিকার। কিন্তু পরবর্তীতে তার বদলে নুসরাত ফারিয়াকে নেওয়া হয়।
সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এ ধরনের ছবিতে আমার আগে কোনোদিন কাজ করা হয়নি। ভিন্ন ধাঁচের একটি ছবিতে এবার অভিনয় করতে যাচ্ছি। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে বলতে পারি, দর্শক এ ছবির মধ্য দিয়ে আমাকে নতুন রূপে দেখতে পাবে।’