আবারও দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাগিসো রাবাদা। পাশাপাশি তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এক সাথে ছয়টি পুরস্কার জিতে নেন ২৩ বছর বয়সী এই প্রোটিয়া পেসার।
তবে এর আগেও ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার একমাত্র কক্রিকেটার হিসেবে এক সাথে ছয়টি পুরস্কার তিনিই পেয়েছিলেন। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। এবারও সবাইকে অবাক করে ছয়টি পুরস্কার নিজের করে নিলেন রাবাদা।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে এক সাথে সর্বোচ্চ পাঁচটি ক্যাটাগরিতে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা পেয়েছিলেন পুরস্কার।
শনিবার সেন্ডটনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠান থেকে দ্বিতীয়বারের মতো ছয়টি ট্রফি বুঝে নিয়েছেন বর্তমান টেস্ট রেঙ্কিংয়ের একনম্বর বোলার।
ট্রফিগুলো হলো-বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকা খেলোয়াড়দের দ্বারা নির্বাচিত বর্ষসেরা খেলোয়াড়, সমর্থকদের দ্বারা নির্বাচিত বর্ষসেরা খেলোয়াড় এবং বর্ষসেরা ডেলিভারির।
এদিকে, দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এবি ডি ভিলিয়ার্স। আর বর্ষসেরা নতুন খেলোয়াড় হয়েছেন এইডেন মার্করাম।