গোল করবেন মেসি-নেইমার। আর তাতে দল জয়ী হওয়া ছাড়াও আরেকটি উপকার হবে। পাঠক মনে প্রশ্ন জাগতে পারে কী সেটা? তা হচ্ছে, বিশ্বসেরা এই দুই তারকার একটি গোলের বিনিময়ে খাবার পাবে কমপক্ষে ১০ হাজার স্কুলশিশু।
বিষয়টি শুনে মনে খটকা লাগলেও তথ্যটি পুরোপুরি সত্য। আর এই অভিনব ও মহৎ উদ্যোগটি নিয়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মাস্টারকার্ড’। তাদের ঘোষণা, মেসি অথবা নেইমার দুইজনের যে কেউ গোল করলেই আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ক্ষুধা পিড়ীত ১০ হাজার স্কুল পড়ুয়া শিশুকে খাবার দেবে প্রতিষ্ঠানটি।
‘মাস্টারকার্ড’ এর ঘোষণা, শুধু আসন্ন বিশ্বকাপ ফুটবল নয় বরং যে কোনো অফিসিয়াল টুর্নামেন্টে মেসি কিংবা নেইমারের প্রতিটি গোলের বিনিময়ে তারা ১০ হাজার শিশুর মুখে খাবার তুলে দিবে তারা। আর সেটা জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডিব্লউএফএ) মাধ্যমে দিবে।
এ বিষয়ে মাস্টার কার্ডের একজন মুখপাত্র বলেন, ‘লাতিন আমেরিকায় ৪০ মিলিয়নের বেশি লোক ক্ষুধার্ত থাকছে প্রতিনিয়ত। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ক্ষুধাকে পরাজিত করতে, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে এবং তাদেরকে শিক্ষিত করে তোলা জরুরি। তাহলেই ক্ষুধার যে চক্র সেটা ভাঙা যাবে।’
মাস্টারকার্ডের এমন সৎ উদ্যোগের অংশ হতে পেরে গর্ববোধ করছেন দুই তারকা। এ নিয়ে নেইমার বলেন, আমি চাই এই অঞ্চলের শিশুরা অন্তত এক প্লেট খাবার পাক। এছাড়া মেসিও বলেছেন একই কথা। ‘এমন একটি ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি। এটা হাজার হাজার শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটাবে।’ যোগ করেন তিনি।