দর্শকদের অভিমান ভাঙাব কোরবানি ঈদে’

মিজানুর রহমান আরিয়ান। দেশের জনপ্রিয় নাট্যনির্মাতা। এনটিভিতে তাঁর পরিচালিত ‘গল্পগুলো আমাদের’ ধারাবাহিক নাটকটি শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে। আসন্ন ঈদে এনটিভিতে প্রচারিত হবে তাঁর পরিচালনায় নাটক ‘বুকের বাঁ পাশে’। নাটক দুটি এবং অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন আরিয়ান।

এনটিভি অনলাইন : ‘গল্পগুলো আমাদের’ নাটকটির ৫০তম পর্ব সম্প্রতি প্রচারিত হয়েছে। কেমন লাগছে আপনার?

মিজানুর রহমান আরিয়ান : অবশ্যই ভালো লাগছে। এটা আমার পরিচালিত প্রথম সিরিয়াল। আমি একটা কথা বিশ্বাস করি, মানুষ কখনো হারে না। হয় সে জিতে, না হলে শিখে। এই নাটকটি পরিচালনা করতে গিয়ে অনেক কিছু আমি শিখেছি। অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। তবে নাটকটি দর্শকরা অনেক পছন্দ করেছেন, এটাই অনেক বড় পাওয়া। নাটকটি ৫৭তম পর্বে শেষ হচ্ছে।

এনটিভি অনলাইন : আসন্ন ঈদে এনটিভিতে আপনার পরিচালিত ‘বুকের বাঁ পাশে’ নাটকটি প্রচারিত হবে। নাটকটি সম্পর্কে জানতে চাই।

মিজানুর রহমান আরিয়ান : নাটকটির গল্প রোমান্টিক। নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন ও নিশো। এ ছাড়া অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সুষমা সরকার প্রমুখ। নাটকে দুটি গান থাকবে। গান দুটির সংগীতায়োজন করবেন সাজিদ সরকার ও তাহসিন আহমেদ।

এনটিভি অনলাইন : নাটকের নাম ‘বুকের বাঁ পাশে’ কেন?

মিজানুর রহমান আরিয়ান : নাটকের গল্পে দেখা যাবে, মেহজাবীন প্রভাবশালী পরিবারের একমাত্র মেয়ে। অনেক লক্ষ্মী। তাঁর চরিত্রের নাম ফারিন। বাস জার্নি করতে গিয়ে মেহজাবীন ও নিশোর পরিচয় হয়। মোবাইলে নিশোর পরিবারের ছবি দেখে খুব পছন্দ করে মেহজাবীন। নিশোর চেয়েও তার পরিবারের সদস্যদের পছন্দ করে মেহজাবীন। বাস থেকে নামার পর নিশোর সঙ্গে মেহজাবীন হ্যান্ডশেক করে। নিশো হাত মেলানোর পরে তার বুকের বাঁ পাশে নিজের হাতটা রাখে। এরপর নাটকের শেষ দৃশ্যেও এটা দেখা যাবে। মাঝখানে কী গল্প আছে, এটা জানতে হলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এনটিভি অনলাইন : এবার ঈদের জন্য আপনি কয়টি নাটক নির্মাণ করেছেন?

মিজানুর রহমান আরিয়ান : দুটি। ‘বুকের বাঁ পাশে’ ও ‘আস্থা’।

এনটিভি অনলাইন : এবার এত কম নাটক নির্মাণ করার পেছনে কোনো কারণ আছে কী?

মিজানুর রহমান আরিয়ান : আমি অসুস্থ। চিকিৎসক আমাকে এক মাস বিশ্রামে থাকতে বলেছেন। এ কারণে এবার বেশি নাটক নির্মাণ করতে পারিনি। চারটি নাটকের শুটিং বাতিল করেছি। আমার দর্শকরা হয়তো অভিমান করবেন। কথা দিচ্ছি, দর্শকদের অভিমান ভাঙাব কোরবানি ঈদে। কোরবানি ঈদে বেশ কিছু নাটক নির্মাণ করব।

এনটিভি অনলাইন : আসন্ন ঈদে আপনার দুই নাটকের অভিনেত্রী মেহজাবীন। মেহজাবীন সম্পর্কে কিছু বলুন।

মিজানুর রহমান আরিয়ান : মেহজাবীন অনেক ভালো পারফর্মার। অনেক বিনয়ী। তাঁর সঙ্গে আমার কাজের বোঝাপড়া ভালো।

এনটিভি অনলাইন : এবার ভিন্ন প্রসঙ্গে কথা বলি। আপনি অনেক বেশি প্রেমের নাটক নির্মাণ করছেন। এর কারণ কী?

মিজানুর রহমান আরিয়ান : সামনে প্রেম করব। কয়েক বছর পর বিয়ে করব। এ কারণেই প্রেমের নাটক বেশি নির্মাণ করছি।

এনটিভি অনলাইন : আপনার রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে জানতে চাই।

মিজানুর রহমান আরিয়ান : আমি এখনো সিঙ্গেল (হাসি)।

এনটিভি অনলাইন : পাত্রী হিসেবে কেমন মেয়ে আপনার পছন্দ?

মিজানুর রহমান আরিয়ান : মানুষ হিসেবে ভালো হতে হবে। বই পড়তে হবে। গান পছন্দ করলে ভালো। প্রেম-ভালোবাসা তো থাকতেই হবে।

এনটিভি অনলাইন : নাটক অনেক নির্মাণ করেছেন। চলচ্চিত্র কবে নির্মাণ করবেন?

মিজানুর রহমান আরিয়ান : প্রস্তুতি চলছে। আমার গল্পেই প্রথম চলচ্চিত্র নির্মাণ করব। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবির শুটিং শুরু করব।