ভুল পথে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি ময়ূর। তার জেরে বেশ বিপাকেও পড়তে হল। দিতে হল একের পর এক সেলফি পোজ। অবশেষে অসুস্থ প্রাণ হারাতে হল ময়ূরটিকে।
শনিবার সকালে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ায় একটি ময়ূর ঢুকে পড়ে।
গ্রামে ঢোকার সময় একটি কুকুর কামড়ে দেয় ময়ূরটিকে। তার পরেই অসুস্থ হয়ে পড়ে ময়ূরটি। পরে ময়ূরটিকে সেখান থেকে নিয়ে যান গ্রামবাসী।
কিন্তু বিপত্তি বাধে কিছুক্ষণ পরেই। চিকিৎসার পরিবর্তে গ্রামেরই কয়েকজন আহত ময়ূরটির সঙ্গে সেলফি তুলতে শুরু করেন।
একের পর এক বিভিন্ন পোজে চলে সেলফি। সেলফি তোলার নেশায় ময়ূরটিকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। সঠিক চিকিৎসার অভাবেই আরও অসুস্থ হয়ে পড়ে ময়ূরটি।
শেষে গ্রামের কয়েকজন বাসিন্দা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন।
পরে ধূপগুড়ি থানার পুলিশকর্মীরাই এসে ময়ূরটিকে উদ্ধার করেন। কিন্তু নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ময়ূরটির।