আজ রাতে নেইমারকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল। রাতেই লিভারপুলের মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামছে নেইমারের ব্রাজিল। যদিও চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে আজ ক্রয়েশিয়ের সাথে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন তিনি।
যদি অনুশীলনের মাঝে তাকে পায়ে হাত দিয়ে বসে থাকতে দেখা গেছে। কখনো আবার নামেন নি অনুশীলনে। চোটের কারণে বিশ্বকাপে এখন সকলের নজর নেইমারের ডান পায়ের দিকে। তার মধ্যেই ব্রাজিল দলের এই ট্রেন সফর উঠে এসেছেন শিরোনামে।
গত শুক্রবার নেইমাররা ট্রেনে চেপে গেলেন লিভারপুল।আর রানকর্নের ফুটবল ভক্তদের জন্য যেন আগাম বিশ্বকাপই এসে পড়েছিল শুক্রবার রাতে। বিশ্ববিখ্যাত সাম্বা নায়কদের হাতের সামনে কেউ ছুটেছে অটোগ্রাফের খাতা নিয়ে, আবার কেউ আবদার জানিয়েছে সেলফি তোলার।
তবে গত শনিবার ব্রাজিলের কোচ তিতে ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমারকে নামাবেন তিনি। বিশ্বকাপে ১৭জুন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।
তবে আজকের ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হবেন, গ্যাব্রিয়েল জেসুস।জেসুস বলেন, ‘প্রথমে শুনে খুব অবাক লাগছিল। কিন্তু আমাদের কোচ প্রফেসর তিতে চান দলের সবাই নেতৃত্ব দিয়েই খেলুক। ব্রাজিলের অধিনায়ক হওয়া স্বপ্নের মতো ব্যাপার। আমার কাছে এটা অত্যন্ত আনন্দের দিন।