জিসেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।আগামী ৯ জুন অনুষ্ঠেয় ওই আউটরিচ সম্মেলনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে শেখ হাসিনাকেও এ আমন্ত্রণ জানানো হয়।কানাডার প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
ওই আউটরিচ সেশনে কয়েকটি দেশের সরকারপ্রধান ছাড়াও আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রধানকিও আমন্ত্রণ জানিয়েছে কানাডা।
এবার আউটরিচ সম্মেলনের মূল প্রতিপাদ্য সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ইসেশিমায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনের আউটরিচ মিটিংয়ে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।